Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

শামিত্ম, শৃংখলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী,মাদারীপুর।

সিটিজেন চার্টার( নাগরিক অধিকার সনদ)

 

ক্রমিক নং

সেবার প্রকৃতি

সেবা প্রাদানকারী

সংশিস্নষ্ট বিধিবিধান

সেবা গ্রহণের যোগ্যতা/ শর্ত

নির্ধারিত সময় সীমা

প্রাপ্য সুবিধাদি

১.

 ১। ক) জননিরাপত্তামূলক কাজে সরকার বা সরকার অধীন কোনো কর্তৃপক্ষকে সহায়তা প্রদান এবং অন্য কোন নিরাপত্তামূলক কাজে অংশগ্রহন করা

খ) দেশের আর্থ-সামাজিক অবস্থা উন্নয়নের লক্ষ্যে সরকার কর্তৃক নির্দেশিত কোনো জনকল্যান মূলক কাজে অংশগ্রহন করা এবং সরকারের নির্দেশে অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করা।

২। বিশেষ করিয়া,এবং উপরোক্ত বিধানের সামগ্রিকভাবে ক্ষুন্ন না করিয়া বাহিনী,সরকারের নির্দেশে নিমণবর্নিত বাহিনীসমূহকে সহায়তা ও সাহায্য প্রদান করিবে, যথা-

ক) স্থলবাহিনী;

খ) নৌবাহিনী;

গ) বিমান বাহিনী:

ঘ) বাংলাদেশ লাইফেলস;

ঙ) পুলিশ বাহিনী;

চ) ব্যাটালিয়ন আনসার।

গ্রাম প্রতিরক্ষা দলের দায়িত্ব-

১। গ্রাম প্রতিরক্ষা দলের প্রধান দায়িত্ব হইবে;

ক) দেশের আর্থ-সামাজিক অবস্থা উন্নয়নের লক্ষ্যে জনকল্যাণমূলক কাজে অংশগ্রহন করা:

খ) আইন-শৃংখলা ও জননিরাপত্তামূলক কাজে সহায়তা করা;

গ) সরকার কর্তৃক,সময় সময়, নির্ধারিত যে কোন দায়িত্ব পালন করা।

২। সরকার কর্তৃক প্রণীত নীতিমালা এবং তৎকর্তৃক,সময় সময়,প্রদত্ত নির্দেশও আরোপিত শর্ত সাপেক্ষে গ্রাম প্রতিরক্ষা দলের সদস্যগণ অস্ত্র ও গোলাবারম্নদ বহন ও ব্যবহার করিতে পারিবে।

জেলা কমান্ড্যান্ট

( সংশিস্নষ্ট চেইন অফ কমান্ড এর মাধ্যমে)/

সংশিস্নষ্ট কর্তপক্ষ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ১৯৯৫ এর আইন অনুযায়ী।

বিধি অনুযায়ী

সরকারী নির্দেশনা মোতাবেক।

সরকারী নির্দেশনা মোতাবেক

২.

পেশাভিত্তিক প্রশিক্ষণ-

 

 

 

 

 

          ঐ

 

 

 

 

 

          ঐ

সেবা নেয়ার জন্য যোগ্যতা-

ক) ভিডিপি মৌলিক প্রশিক্ষন প্রাপ্ত হতে হবে।

খ) নাগরিকত্ব সনদপত্র থাকতে হবে।

গ) শিক্ষাগতা যোগ্যতা- সর্বনিমণ ৮ম শ্রেনি পাশ হতে হবে।

ঘ) জাতীয় পরিচয়পত্র থাকতে হবে।

 

 

 

 

          ঐ

১। দৈনিক ভাতা ৯০/- (নববই) টাকা হারে

২। যাতায়াত ভাতা  ও ৩। সার্টিফিকেট প্রাপ্য হবেন ।

ক)ইলেকট্রিশিয়ান প্রশিক্ষণ

খ) ফ্রিজ ও এয়ারকন্ডিশনার মেরামত প্রশিক্ষণ

গ) সেলাই ও ফ্যাশন ডিজাইন

ঘ) সোয়েটার নেটিং

ঙ) ওভেন মেশিন অপারেটিং

চ) মোবাইল সেট মেরামত

ছ) মোটর ড্রাইভিং প্রশিক্ষণ

জ) উল বুনন

ঝ) এমব্রয়ডারি(মেশিন)

 

ঞ) এমব্রয়ডারি(হাতের)

ট) নকশিকাঁথা তৈরি

ঠ) পাটের হসত্মশিল্প

ড) বাটিক/বাটিক প্রিন্ট

ঢ) বাঁশ ও বেতের কাজ

ণ) পস্নাস্টিক চেয়ার বুনন

ত) হাঁস-মুরগী পালন

থ) গবাদিপশু পালন ও প্রজনন।

দ) কাঠের কাজ

ধ) লেদ মেশিন চালানো।

৩.

কারিগরি প্রশিক্ষণ-

 

 

 

         ঐ

 

 

 

           ঐ

 

 

 

                     ঐ

 

 

 

        ৭০ দিন

 

 

 

       ঐ

ক) অটোমেকানিক্স প্রশিক্ষণ

খ) রেফ্রিজারেটর এ্যান্ড এয়ার কন্ডিশনিং (উইথ এয়ার ডাক সার্ভিসিং) প্রশিক্ষণ

গ) ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং প্রশিক্ষণ

ঘ) মোবাইল ফোন সার্ভিসিং

ঙ) পস্নাম্বিং এন্ড পাইপ ফিটিং প্রশিক্ষণ

চ) ওয়েল্ডিং ৪জি প্রশিক্ষণ

ছ) ম্যাশনারি অ্যান্ড রড বাইন্ডিং প্রশিক্ষণ

জ) কনস্ট্রাকশন পেইন্টিং প্রশিক্ষণ

ঝ) টাইলস সেটিং প্রশিক্ষণ

 

 

ক্রমিক নং

সেবার প্রকৃতি

সেবা প্রাদানকারী

সংশিস্নষ্ট বিধিবিধান

সেবা গ্রহণের যোগ্যতা/ শর্ত

নির্ধারিত সময় সীমা

প্রাপ্য সুবিধাদি

 

৪.

কম্পিউটার প্রশিক্ষণ(পুরুষ ও মহিলা)

জেলা কমান্ড্যান্টের কার্যালয় আনসার  ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, মাদারীপুরে প্রতি বছর ০৪ ধাপে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রতি ধাপে শরীয়তপুর ও মাদারীপুর জেলার ৩০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহন করে থাকেন।

জেলা কমান্ড্যান্ট

( সংশিস্নষ্ট চেইন অফ কমান্ড এর মাধ্যমে)/

সংশিস্নষ্ট কর্তৃপক্ষ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ১৯৯৫ এর আইন অনুযায়ী।

 

ক) ভিডিপি মৌলিক প্রশিক্ষন প্রাপ্ত হতে হবে।

খ) নাগরিকত্ব সনদপত্র থাকতে হবে।

গ) শিক্ষাগতা যোগ্যতা- সর্বনিমণ এসএসসি।

ঘ) জাতীয় পরিচয়পত্র থাকতে হবে।

 

 

৭০ দিন

১। দৈনিক ভাতা ৯০/- (নববই) টাকা হারে

২। যাতায়াত ভাতা  ও ৩। সার্টিফিকেট প্রাপ্য হবেন ।

৫.

গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (পুরম্নষ ও মহিলা)

 

 

 

 

         ঐ

 

 

 

           ঐ

শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেনি। বয়স-১৮-৩০ বছর হতে হবে। স্বেচ্ছাসেবায় আগ্রহী হতে হবে। এলাকায় সুনামের অধিকারী হতে হবে। সাজাপ্রাপ্ত/দন্ডিত ও মামলায় জড়িত ব্যক্তি প্রশিক্ষণ হিসাবে বাছাই করা যাবে না।

স্থানীয় চেয়ারম্যান/ মেম্বর/ কাউন্সিলার কর্তৃক নাগরিগত্ব ও চারিত্রিক প্রত্যয়ন পত্র আনতে হবে।

 

 

 

১০ দিন

 

 

       ঐ

৬.

 জেলাভিত্তিক অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (পুরম্নষ ও মহিলা)

 

 

 

 

         ঐ

 

 

 

           ঐ

ভিডিপি পস্নাটুনভূক্ত সদস্য কমপক্ষ ৮ম শ্রেনি পাশ। বয়স-১৮-৩০ বছর। সুস্বাস্থ্যের অধিকারী ও অধিক উচ্চতাধারীদের অগ্রাধিকার দিতে হবে। স্বেচ্ছাসেবায় আগ্রহী হতে হবে। এলাকায় সুনামের অধিকারী হতে হবে। সাজাপ্রাপ্ত/দন্ডিত ও মামলায় জড়িত ব্যক্তিকে প্রশিক্ষনার্থী হিসাবে বাছাই করা যাবে না।

স্থানীয় চেয়ারম্যান/ মেম্বর/ কাউন্সিলার কর্তৃক নাগরিগত্ব ও চারিত্রিক প্রত্যয়ন পত্র আনতে হবে।

 

 

২১ দিন

 

 

       ঐ

৭.

সাধারন আনসার মৌলিক প্রশিক্ষণ

 

 

 

         ঐ

 

 

 

           ঐ

ভিডিপি মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। আনসার আইন ১৯৯৫ এবং আনসার বাহিনী প্রবিধানমালা ২৯৯৬ এর আলোকে সাধারন আনসার (পুরম্নষ) এর যোগ্যতা সম্পন্ন হতে হবে। উচ্চতা-৫র্-৬র্র্ সর্বনিমণ ৮ম শ্রেনি পাশ(এসএসসি পাশ ও অধিক উচ্চতাধারী হলে অগ্রাধিকার পাবে)। বয়স-১৮-৩০ বছর হতে হবে। বেশি উচ্চতাধারীদের অগ্রাধিকার দিতে হবে।

 

 

    ৫৬ দিন

 

 

       ঐ

৮.

সেনাবাহিনীর সাথে বিভিন্ন ফরমেশে শীতকালীন মহড়ায় অংশগ্রহন

 

         ঐ

            ঐ

অংগীভূত আনসার হতে হবে।

সরকারী নির্দেশনা মোতাবেক।

সরকারী নির্দেশনা অনুযায়ী সুবিধা ভোগ করবেন।

৯.

সরকারি/বেসরকারী সংস্থায় সাধারন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের অংগীভূত করার মাধ্যমে নিরাপত্তা প্রদান করা হয়ে থাকে।

         ঐ

১। প্রত্যাশীত প্রতিষ্ঠান এর পক্ষ থেকে জেলা কমান্ড্যান্ট্ এর  কার্যালয় হতে আবেদন ফরম সংগ্রহ

২। আবেদন ফরম পূরন করে প্রয়োজনীয় কাগজপত্র অর্থাৎ(জমির স্থাপনা দলিলহস বৈধ্য ব্যবসা সংক্রামত্ম কাগজপত্রসহ নামজারী জুডিশিয়াল ষ্ট্যাম্পে অংগীকার নামাসহ জেলা কমান্ড্যান্টের কার্যালয়ে জমা করতে হবে।

৩। সংশিস্নষ্ট প্রতিষ্ঠান আনসারদের আবাসন, টয়লেট, গোসলখানা, রান্নাঘর, ও জ্বালানীর ব্যবস্থা থাকতে হবে।

৪। সদর দপ্তর হতে অনুমোদন  থাকতে হবে্

৫। আনসারদের ০৩ মাসের ভাতাদির ব্যাংক ড্রাফট/পে-অর্ডার এর মাধ্যমে জেলা কমান্ড্যান্ট বরাবর প্রেরণ করতে হবে।

সাধারন আনসার অংগীভূত হওয়ার পূর্বে প্রশিক্ষণ করতে হবে। স্মার্ট কার্ড থাকতে হবে। সমেত্মাষজনক পুলিশী প্রতিবেদন থাকতে হবে।

অংগীভূতির মেয়াদ ০৩ বছর। ০৬ মাস বিরতি থাকার পর আবার ০৩ বছরের জন্য অংগীভূত হতে পারবেন।

১। অংগীভুত আনসার ও ভিডিপি সদস্যগন রেশন প্রাপ্ত হবেন।

২। অংগীভূত আনসর সদস্যগন বাহিনীর নির্ধারিত পোষাক, বুট, রিগার্ড, ইত্যাদি সামগ্রী প্রাপ্ত হবেন।

নির্ধারিত বেতন ভাতাদি প্রাপ্ত হবেন।

 

 

ক্রমিক নং

সেবার প্রকৃতি

সেবা প্রাদানকারী

সংশিস্নষ্ট বিধিবিধান

সেবা গ্রহণের যোগ্যতা/ শর্ত

নির্ধারিত সময় সীমা

প্রাপ্য সুবিধাদি

১০.

ইউনিয়ন/ওয়ার্ড দলনেতা/দলনেত্রীদের প্রশিক্ষণ ও নিয়োগ প্রদান-

জেলা কমান্ড্যান্ট

( সংশিস্নষ্ট চেইন অফ কমান্ড এর মাধ্যমে)/

সংশিস্নষ্ট কর্তৃপক্ষ

১। প্রশিক্ষন সমাপ্ত করতে হবে।

২। সমেত্মাষজনক পুলিশী প্রতিবেদন থাকতে হবে।

৩। রক্তের গ্রম্নপ নির্নয় প্রত্যায়নপত্র।

৪। শারীরিক যোগ্যতার স্বপক্ষ চিকিৎসকের সনদপত্র।

৫। জাতীয় পরিচয়পত্র।

আনসার ও ভিডিপি সংগঠনের পস্নাটুনভূক্ত মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য-সদস্যা এবং এসএসসি পাশ হতে হবে। বয়স ২২-৩০ বছর হতে হবে।

চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্র থাকতে হবে।

 কোন প্রকার প্রসেসিং ফি নাই।

 

সরকারী নির্দেশনা মোতাবেক।

১। সম্মানী ভাতা প্রদান

২। পোষাক সামগ্রী প্রদান

৩। বাই-সাইকেল প্রদান

৪। প্রশংসনীয় কাজের জন্য বিভিন্ন ধরনের পুরস্কার যেমন - রেডিও,টেলিভিশন, সেলাইমেশিন, ছাতা, ঘড়ি, টর্চলাইট,এবং সোনা ও রম্নপার পদক

১১.

প্রত্যয়নপত্র ইস্যূ সংক্রামত্ম সেবা

জেলা কমান্ড্যান্ট

( সংশিস্নষ্ট চেইন অফ কমান্ড এর মাধ্যমে)/

সংশিস্নষ্ট কর্তৃপক্ষ

১। জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি,মাদারীপুর বরাবর আবেদন করতে হবে।

২। সংশিস্নষ্ট উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কর্তৃক আবেদনপত্রের উপর লিখিত সুপারিশ থাকতে হবে।

৩। আবেদনপত্রের সাথে নিমণক্তো কাগজপত্রাদি জমা দিতে হবে।

ক) প্রশিক্ষণ সনদপত্রের ফটোকপি।

খ) চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদপত্রের ফটোকপি।

গ) জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।

উপরোক্ত সকল কাগজপত্রাদির মুল কপি সংঙ্গে আনতে হবে।

 

কোন প্রকার প্রসেসিং ফি নাই।

 

১। প্রশিক্ষণ প্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা হতে হবে।

 

০১ দিন

-

১২.

আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক

জেলা কমান্ড্যান্ট

( সংশিস্নষ্ট চেইন অফ কমান্ড এর মাধ্যমে)/

সংশিস্নষ্ট কর্তৃপক্ষ

বিধি মোতাবেক আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের লোন প্রদান  করা হয়ে থাকে।

১। প্রশিক্ষণ প্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা হতে হবে।

২। আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের শেয়ার ক্রয় করতে হবে।

৩।  বিধি মোতাবেক কিসিত্মতে অর্থ পরিশোধ করতে হবে।

বিধি মোতাবেক

বিধি মোতাবেক

 

 

 

 

 

 

 

 আনসার ও ভিডিপি ক্লাব/সমিতি-

আনসার ও ভিডিপি  ক্লাব/সমিতি গঠনের উদ্দেশ

১। সংগঠনের কর্মতৎপরতাকে জোরদার করা

২। সদস্য-সদস্যাদের সুসংগঠিত করা এবং তাদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব স্থাপন্ করা।

৩। সদস্য-সদস্যাদের অর্থনৈতিক কর্মকান্ডে সম্পৃক্ত করার মাধ্যমে স্বনির্ভরতা অর্জনের সুযোগ দান।

৪। সদস্য-সদস্যাদের চিত্তবিনোদনের সুযোগ দান করা ।

আনসার ও ভিডিপি ক্লাব/সমিতি গঠনের উপকারিতা-

১। সদস্য-সদস্যাদের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ ও হৃদ্যতাপূর্ণ করবে।

২। পরস্পরের মধ্যে ভাব, জ্ঞান ও অভিজ্ঞতার আদান-প্রদান এবং সাহায্য-সহযোগিতার মনোভাব সৃষ্টি করবে। পারস্পরিক আলোচনার ভিত্তিতে সবাই নানামুখী বিষয় শিক্ষার সুযোগ পাবে।

৩। সম্মিলিতভাবে নিজেদের দায়িত্ব পালনে উদ্বুদ্ধ ও প্রেরণা যোগাবে।

৪। সদস্য-সদস্যাদের সম্মিলিত কেন্দ্র হিসেবে কাজ করবে এবং তাদের চিত্তবিনোদন, খেলাধুলা,টিভি দেখা এবং পত্রিকা ও বই পড়ার সুযোগ করবে।

৫। তাদের কাজের পরিকল্পনা গ্রহণ, পর্যালোচনা ও মূল্যায়নের কেন্দ্র হিসেবে কাজ করবে।

৬। নিরক্ষরতা দুরীকরণ, অর্থনৈতিক উন্নয়ন ও জনসংখ্যা নিয়ন্ত্রণ ইত্যাদির স্থায়ী কেন্দ্র হিসেবে কাজ করবে।

৭। ক্লাব-সমিতির সঞ্চয় তহবিলে সদস্য-সদস্যারা সঞ্চয়ের সুযোগ পাবে, এতে সদস্য-সদস্যাদের জন্য ছোট ছোট পুঁজি সৃষ্টি হবে।

৮। আয় বৃদ্ধিতে সহায়ক হিসেবে কাজ করবে।

 

আনসার ও ভিডিপি ক্লাব/সমিতি করার পূর্বশর্ত-

১। আনসার ও ভিডিপি সদস্য হতে হবে।

২। তাদের মন মানসিকতা এক হতে হবে।

৩। তাদের আর্থিক অবস্থা মোটামুটি একই পর্যায়ের হতে হবে।

৪। তাদের চারিত্রিক ও সার্বিক কার্যক্রম ভালো হতে হবে।

৫। গণতান্ত্রিক ও সম্মিলিত সিদ্ধামত্ম গ্রহণের মানসিকতা থাকতে হবে।

৬। একই এলাকার সদস্য হতে হবে।

৭। জমি ও ঘরের ব্যবস্থা করতে হবে।

ভিডিপি সদস্য-সদস্যাদের জন্য সরকারি সুযোগ সুবিধা-

গ্রাম প্রতিরক্ষা দলের সদস্য-সদস্যাদের জন্য সরকার থেকে নিমণলিখিত সুযোগ-সুবিধা ও পুরস্কার প্রদানের ব্যবস্থা রয়েছে:

১। আইন-শৃংখলা রক্ষা ও পাহাড়ার সুবিধার্থে ভিডিপি সংগঠন ও ক্লাবের জন্য পোশাক, টর্চলাইট ও চার্জলাইট প্রাপ হবেন।

২। সংগঠন জোরদার করার উদ্দেশ্যে ক্লাব ও সমিতির জন্য রেডিও, টেলিভিশন, খেলাধুলা ও গান-বাজনার সরঞ্জাম, নগদ টাকা, সেলাই মেশিন, টিন ও অন্যান্য সামগ্রী প্রাপ্ত হবেন।

৩। প্রশংসনীয় কাজের জন্য বিভিন্ন ধরনের পুরস্কার যেমন-রেডিও, টেলিভিশন, ঘড়ি,টর্চ,পোশাক, ছাতা এবং সোনা ও রূপার পদক প্রাপ্ত হবেন।

৪। প্রশিক্ষণের সময় সবার জন্য যাতায়াত ভাতা, বিনা খরচে থাকা ও খাওয়া এবং প্রয়োজনীয় পোশাকাদি যেমন- সদস্যদের জন্য প্যান্ট, শার্ট, জুতা,মোজা,বেল্ট,গেঞ্জি ও ব্যাজ এবং সদস্যাদের জন্য শাড়ি,স্কার্ফ ব্যাজ ইত্যাদি।

 

অন্যান্য সেবা সমূহ-

সদস্য-সদস্যাদের প্রাপ্ত সুবিধা সমূহ-

১। বিভিন্ন জননিরাপত্তা মূলক দায়িত্ব পালন করে থাকেন।

২। নির্বাচন, দূর্গাপূজা, মহাসড়ক রক্ষায়  আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাগন গুরম্নত্বের সাথে দায়িত্ব পালন করে থাকেন।

৩। দূর্যোগ মোকাবেলা আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাগন গুরম্নত্বের সাথে দায়িত্ব পালন করে থাকেন।

৪। মোবাইল কোর্ট পরিচালনায় জেলা  প্রশাসককে সহায়তা প্রদান করা।

৫। আইন-শৃংখলা রক্ষায় স্থানীয় প্রশাসনকে সহায়তা করা হয়ে থাকে।

৬। সরকার নির্দেশিত যে কোন দায়িত্ব পালন করা।

১। প্রশিক্ষন প্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাগন সরকারি চাকরির ক্ষক্ষত্রে ১০% কোটা প্রাপ্ত হবেন।

২। কর্তব্যরত অবস্থায় আনসার সদস্যগন মারা গেলে এককালীন ৫,০০,০০০/- টাকা এবং আহত হলে এককালীন ১,০০,০০০/- টাকা অনুদান প্রাপ্ত হবেন।

৩। সদস্য-সদস্যাদের নিজ ও ছেলে মেয়েদের চিকিৎসা বাবদ আনসার ও ভিডিপি কল্যান তহবিল হতে আর্থিক অনুদান প্রাপ্ত হবেন।

৪। সদস্য-সদস্যাদের ছেলে মেয়েদের শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

৫। সদস্য-সদস্যাদের মেয়ের বিবাহর জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়।

৬। অংগীভুত আনসার ও ভিডিপি সদস্যগন রেশন প্রাপ্ত হবেন।

৭। অংগীভূত আনসর সদস্যগন বাহিনীর নির্ধারিত পোষাক, বুট, রিগার্ড, ইত্যাদি সামগ্রী প্রাপ্ত হবেন।

৮। দৃষ্টামত্মমুলক আইন শৃংখলা রক্ষা আর্থ-সামাজিক উন্নয়নের জন্য বাংলাদেশ আনসার পদক/ভিডিপি পদক/রাষ্ট্রপতি পদক/আনসার সেবা পদক প্রাপ্ত হবেন।এককালীন/মাসিক/নগদ অর্থ পুরস্কার হিসেবে প্রাপ্ত হবেন। কোন প্রকার প্রসেসিং ফি নাই।

৯। প্রশিক্ষণ ও সচেতনতার মাধ্যমে প্রায় ৬১ লক্ষ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য-সদস্যাদের দারিদ্র বিমোচন ও জীবনযাত্রার মান উন্নয়ন ।

১০। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য-সদস্যাদের আয়বর্ধক কর্মকান্ডে ঋণ সহায়তা প্রদানের মাধ্যমে তাদের যাত্রার মান উন্নয়ন।

১১। অধিক সংখ্যক আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা/শেয়ার হোল্ডারকে ব্যাংকিং কার্যক্রমের আওতায় আনা

১২। প্রতি অর্থ বছর শেষে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক শেয়ার হোল্ডারদের মধ্যে অনুমোদিত হারে লভ্যাংশ(Dividend) প্রদান করে আসছে। শেয়ার হোল্ডারগণ তাঁর নিকটবর্তী আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের শাখাসমূহ হতে শেয়ারের লভ্যাংশ (Dividend) গ্রহন করতে পারেন।

১৩। যুগোপযোগী কারিগরি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনবল তৈরী ও প্রশিক্ষক্ষত জনবলের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সামাজিক উন্নয়ন।

১৪। বাহিনীর কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা উন্নয়নে বিভিন্ন ধরণের প্রশিক্ষণ প্রদান।

১৫। সময়ের প্রয়োজনে জননিরাপত্তা সেবা ব্যবস্থা কিংবা আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য-সদস্যাদের প্রশিক্ষণ প্রদান।

১৬। বাহিনীতে বীরত্বপূর্ণ / ভাল কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পর্যায়ে সেবা পদক প্রদান।

১৭। বাহিনীর সদস্য-সদস্যাদের ছেলে-মেয়ে পরীক্ষায় সমেত্মাষজনক ফলাফল অর্জন করলে বাহিনীর পক্ষ হতে শিক্ষাবৃত্তি প্রদান।

১৮। চাকরিরত/কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করলে বীমা সুবিধা প্রদান।

১৯। সংগঠন জোরদার করার উদ্দেশ্যে ক্লাব-সমিতির জন্য রেডিও,টেলিভিশন,সেলাই মেশিন,খেলাধুলা ও গান-বাজনার সরঞ্জামাদি প্রদান।

২০। প্রশিক্ষনের সময় সবার জন্য যাতায়াত ভাতা,থাকা-খাওয়া ও পোশাকাদি প্রদান।

 

 

গ্রাম দলনেতা-দলনেত্রী, আনসার কমান্ডার ও সদস্য-সদস্যাদের দায়িত্ব ও কর্তব্য-

১। জননিরাপত্তামূলক কোনো কাজে সরকার বা সরকারের অধীন কোনো কর্তৃপক্ষকে সহায়তা করা।

২। দেশের যে কোন দুর্যোগ মোকাবেলায় সরকার কর্তৃক নির্দেশিত কাজে অংশগ্রহন করা।

৩। পুলিশের সাতে আইন-শৃংখলা রক্ষায় দায়িত্ব পালন করা।

৪। জাতীয় নির্বাচনসহ বিভিন্ন নির্বাচন, ঈদ,পূজা-পার্বণ ও রাষ্ট্রীয় এবং জাতীয় গুরম্নত্বপূর্ণ প্রয়োজনে অংশগ্রহণের মাধ্যমে দায়িত্ব পালন করা।

৫। সড়ক ও মহাসড়কের নিরাপত্তা রক্ষায় অংশগ্রহণের মাধ্যমে দায়িত্ব পালন করা।

৬। জঙ্গিবাদ নির্মূলে জনমত গঠন, সচেতনতা বৃদ্ধি, তথ্য দান এবং গণপ্রতিরোধ গড়ে তোলা।

৭। আইন-শৃংখলা রক্ষায় ও চোরাচালান দমনে পুলিশকে সাহায্য করা।

৮। সরকারী মালামাল দেখাশুনা করা ও প্রয়োজনে গ্রাম পাহারা দেয়া।

৯। চুরি,ডাকাতি,খুন,বে-আইনী অস্ত্র ব্যবহার,চোরাচালানী  ইত্যাদি খারাপ কাজ দমন করা।

১০। গ্রামে ঝগড়া-বিবাদ মীমাংসা করা এবং শমিত্ম রক্ষা করা।

১১। গ্রামের খারাপ লোকের চরিত্র সংশোধন করা এবং তাদের উপর নজর রাখা।

১২। পরিবারের সবাই মিলে বেশি বেশি কাজ করা।

১৩। ক্লাব/সমিতি গঠন করা।

১৪। নিয়মিত ব্যাংক ঋনের কিসিত্ম পরিশোধ করা।

১৫। পরিবারের প্রত্যেকের ১০টি করে গাছ লাগানো।

১৬। বেশি আয় করা এবং কম খরচ করে অর্থ সঞ্চয় করা।

১৭। গ্রামকে নিরক্ষরমুক্ত করা।

১৮। পরিবার ছোট রাখা ও ০২ টির বেশি সমত্মান না নেয়া।

১৯। স্বাস্থ্যসম্মত টয়লেট তৈরী ও টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ করা।

 ইউনিয়ন দলনেতা ও দলনেত্রীদের ‘‘চার্টার অব ডিউটিজ’’

১। ইউনিয়ন ভিডিপি দলনেতা ও দলনেত্রী তার উপর অর্পিত দায়িত্বের জন্য সংশিস্নষ্ট উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার নিকট সামগ্রীকভাবে দায়বদ্ধ থাকবেন।

২। ইউনিয়ন ভিডিপি দলনেতা/দলনেত্রীর কার্যালয় হবে, তার ইউনিয়নের ইউনিয়ন পরিষদ কমপেস্নক্স-এ আনসার-ভিডিপির জন্য বরাদ্দকৃত কক্ষ। তিনি উক্ত কক্ষক্ষ প্রতি মাসে অমত্মতপক্ষক্ষ একবার গ্রাম দলনেতা/দলনেত্রীদের নিয়ে মাসিক সভা করবেন, তাদের মধ্যকার সমস্যা ও উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত কার্যাবলী নিয়ে আলোচনা করবেন, যা রেজিষ্টারে রেজুলেশন আকারে সংরক্ষণ করতে হবে এবং উক্ত রেজুলেশন তিনি উপজেলার মাসিক সভায় উপস্থাপন করবেন।

৩। ইউনিয়ন ভিডিপি দলনেতা/দলনেত্রীগণ কার্যদিবসে তাদের নির্ধারিত পোষাক পরিধান করবেন এবং সভা ও অনুষ্ঠানে উলেস্নখিত পোষাক পরিধান করে অংশগ্রহনণ করবেন।

৪। তিনি প্রতি মাসে কমপক্ষক্ষ দুইটি ভিডিপি পস্নাটুন পরিদর্শন করবেন এবং সদস্য-সদস্যাদেরকে কাজের উৎসাহ উদ্দীপনা প্রদান করবেন।

৫। তিনি তার ইউনিয়ন পস্নাটুনের সদস্য/সদস্যা কর্তৃক কোন ভালো কাজের প্রতিবেদন রেজিষ্টারে লিপিবদ্ধ করবেন এবং তা উপজেলা/ থানা আনসার ও ভিডিপি কর্মকর্তাকে লিখিত ভাবে অবহিত করবেন।

৬। তিনি কর্তৃপক্ষক্ষর আদেশক্রমে প্রশিক্ষণের জন্য ভাল প্রশিক্ষণার্থী বাছাই করবেন এবং যথাসময়ে প্রশিক্ষণার্থী প্রেরণ করবেন।

৭। তিনি সংশিস্নষ্ট ইউনিয়নের আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের পরিকল্পিত পরিবার গঠন ও নিরক্ষরতা দূরীকরণে এবং স্বাস্থ্যসম্মত লেট্রিন ব্যবহার নিশ্চিত করবেন।

৮। তিনি সংশিস্নষ্ট আনসার ও ভিডিপি সদস্যদের বসতবাড়ীতে বৃক্ষরোপন, হাসমুরগী, গবাদী-পশুপালন,মৎস্য চাষসহ সকল উন্নয়নমূলক কাজে উদ্ধৃদ্ধ করবেন।

৯। দুর্যোগ মোকাবেলার সময় তিনি তার সদস্য/সদস্যাদেরকে নিয়ে জেলা কমান্ড্যান্ট ও উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার নেতৃত্বে স্থানীয় প্রশাসনকে সবের্বাচ্চ সহায়তা প্রদান নিশ্চিত করবেন।

১০। তিনি প্রতিমাসে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার মাসিক সভায় উপস্থিত হয়ে সদর দপ্তর কর্তৃক সরবরাহকৃত সেবা বইতে সংশিস্নষ্ট উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কর্তৃক প্রতিস্বাক্ষর করাবেন।

১১। তিনি যুদ্ধকালীন সময়ে তার ইউনিয়ন পস্নাটুনভূক্ত সকল সদস্য-সদস্যাদেরকে একত্রিত করে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ও জেলা কমান্ড্যান্ট এর নির্দেশক্রমে সশস্ত্র বাহিনীকে সর্বতোভাবে সাহায্য সহযোগীতা প্রদান করবেন এবং দেশরক্ষায় আত্মনিয়োগ করবেন।

 

র‌্যাব, এসএসএফ ও অন্যান্য গুরম্নত্বপূর্ণ বাহিনীর সাথে  বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা-কর্মচারী ও ব্যাটালিয়ন  আনসারগন  কর্মরত আছেন।

ক্রীড়া ও সংস্কৃতিক কার্যক্রম-

১। আনসার ও ভিডিপির পুরম্নষ ও মহিলার সমন্বয়ে রয়েছে একটি শক্তিশালী খেলোয়াড় দল। ২৫০ জন খেলোয়াড় নিয়ে এই দলের যাত্রা  শুরম্ন। একক মহিলা দল হিসেবে আনাসর ও ভিডিপি মহিলা খেলোয়াড় দল বাংলাদেশে সর্ববৃহৎ। ১৯৮৩ সালে মহিলা এবং ১৯৮৪ সালে পুরম্নষ খেলোয়াড় দল গঠিত হয়। গঠনের  পর থেকে এ দলের খেলোয়ারদের ক্রীড়া নৈপুণ্য দেশ ও বিদেশে সমাদৃত হয়। পর পর ০৪ বার (১৯৯২, ১৯৯৬. ২০০২ ও ২০১৩) বাংলাদেশ গেমস্ এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের মাধ্যমে দেশের মানুষের আস্থা ও সুনাম অর্জনে সক্ষম হয়।

২। সংগঠনে রয়েছে মহিলা বাদক দল যা দেশে এই প্রথম। এ বাদক দল তাদের মনোমুগ্ধকর উপস্থাপনার জন্য সর্বমহলে সমাদৃত। বাদক দল এখন সর্বসাধারণের জন্য উম্মুক্ত। নির্ধারিত ফি জমা দিয়ে যে কেউ পারিবারিক/সামাজিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে এ বাদক দলের সুরমূর্ছনা উপভোগ করতে পারে।